কলকাতা: বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে এবার কি রাজনীতির ময়দানে নামতে চলেছেন? খবর উড়ছে, তিনি নাকি তমলুকের বিজেপি প্রার্থী হতে পারেন। রবিবার ইস্তফার কথা জানিয়ে নিজের বাড়ির সামনে সাংবাদিকদের বললেন, সব উত্তর দেব মঙ্গলবার।
বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের ইস্তফার খবর প্রকাশের পরই রাজনীতি যোগ নিয়ে তৈরি হচ্ছে জল্পনা। রাজ্যের একাধিক দুর্নীতি নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছেন তিনি। সেই হিসেবে অনেকেই মনে করেন, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও, রাজ্যের সব দলই তাঁদের দলে যোগদানের ব্যাপারে অভিজিত বাবুকে আহবান করছেন।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারি জানিয়েছিলেন, আগামি মঙ্গলবার বিজেপিতে বড়সড় যোগদান হবে। তাই অনেকেরই ধারণা অভিজিত গঙ্গোপাধ্যায় সেই স্রোতে গেরুয়া শিবিরে গিয়ে মিলতে পারেন। রবিবার বিচারপতি সাংবাদিকদের প্রায় কোনও প্রশ্নের পরিস্কার উত্তর দেননি। তিনি বলেছেন, মঙ্গলবার মাস্টারদা সূর্যসেনের মূর্তির নিচে দাঁড়িয়ে সব প্রশ্নের উত্তর দেবেন।