রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের খুদিভিটা এলাকায় সাহু নদীতে ফের একাধিক গরুর দেহ দেখতে পাওয়া গেল। স্থানীয়দের অভিযোগ, গত তিনদিন ধরে ওই জায়গায় গরুর দেহগুলি পড়ে রয়েছে। বর্তমানে দুর্গন্ধ ছড়িয়েছে এলাকায়। একসঙ্গে বাঁধা অবস্থায় প্রায় ১০টি গরুর দেহ রয়েছে বলে অনুমান।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০ অগাস্টে একই এলাকায় সাহু নদীর ব্রিজের নিচ থেকে ১৬টি গরুর মৃত দেহ উদ্ধার করেছিল পুলিশ। সেসময় বাংলাদেশে পাচারের চেষ্টা করার সময় অঘটন ঘটেছিল বলে অভিযোগ ওঠে। তবে সোমবার সকাল থেকে গরুর দেহগুলি নদীর পাশে ভেসে থাকতে দেখা গেলেও সন্ধ্যে পর্যন্ত কোনও খবর পায়নি পুলিশ। এব্যাপারে স্থানীয় পঞ্চায়েত এবং জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদেরও বিষয়টি জানা নেই বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার সকালে বিষয়টি রাজগঞ্জ থানায় জানাতেই থানার আইসি পংকজ সরকার তদন্তের নির্দেশ দেন।