RGKar: ‘আমাকে ফাঁসানো হয়েছে’ নিজেকে ‘নির্দোষ’ দাবি করে চিৎকার সঞ্জয়ের

কলকাতা: ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি রেপ বা মার্ডার করিনি। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি পুরোপুরি নির্দোষ।’ সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করে বসলেন আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই।

বিস্ফোরক বয়ান সামনে আসতেই নতুন করে হইচই পড়ে দিয়েছে দেশজুড়ে। তিলত্তমার সেই ঘটনার ৮৭ দিনের মাথায় সোমবার শিয়ালদা আদালতে তোলা হয়েছিল সঞ্জয়কে। এদিন তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে। কোর্ট থেকে প্রিজন ভ্যানে তুলে বের করার সময় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার দাবি করে বসেন, যে তিনি এই ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নন। তাঁকে ফাঁসানো হচ্ছে। ফাসাচ্ছে বড় বড় মাথারা। তাঁকে নাকি কোর্টে কথাও বলতে দেওয়া হয়নি। তবে এবারই প্রথম নয়, এর আগেও একবার নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছিলেন আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়।

এই ঘটনার পর ফের একবার শাসক দলকে নিশানা করেছে গেরুয়া শিবির।

About The Author

Exit mobile version