Sandip Ghosh: মামলা লড়ার টাকা নেই! ফিক্সড ডিপোজিট ভাঙ্গাতে কোর্টে আবেদন সন্দীপের

কলকাতা: মামলা লড়তে গিয়ে আর্থিক সঙ্কটের মুখে সন্দীপ ঘোষ! আইনজীবীর খরচ জোগাতেও নাকি হিমশিম অবস্থা! পরিবারের আর্থিক অবস্থাও তথৈবচ। অগত্যা, ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট ভাঙাতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকা তুলতে চেয়ে একাধিক স্থায়ী আমানত ভাঙাতে হাই কোর্টে মামলা দায়ের করেছেন তিনি। শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

খবরে প্রকাশ, সন্দীপের সংসারে খরচ, ছেলের পড়াশোনা এবং আইনজীবীর টাকা মেটানোর জন্য তার অর্থের প্রয়োজন। এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে সন্দীপের। সেই টাকা ভাঙিয়ে খরচ চালাতে হবে। কিন্তু সন্দীপ নিজেই তো এখন জেলবন্দি। জেল সূত্রে খবর, বন্দি সন্দীপকে দিয়ে স্বাক্ষর করাতে কর্তৃপক্ষ রাজি। কিন্তু ব্যাঙ্ক সেই সইয়ের অথেন্টিকেশন নিয়ে প্রশ্ন তুলেছে। সে কারণেই সমস্যা তৈরি হয়েছে বলে সূত্রের খবর। এই অবস্থায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। প্রসঙ্গত, এখন প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন সন্দীপ। বর্তমানে যা পরিস্থিতি তাতে প্রবল আর্থিক অনটনে ভুগছেন বলেই দাবি সন্দীপ ঘোষের। সেই কারণেই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

About The Author

Exit mobile version