গঙ্গা-যমুনায় ভাসছে কোভিডে মৃতের দেহ

বিহারে কাটিহারে দেড়শোরও বেশি কোভিডে মৃতের দেহ গঙ্গায় ভাসছে। হাসপাতালে পড়ে থাকা যে সমস্ত মৃতদেহ পরিবারের তরফে চাওয়া হয় না, সেগুলিই নাকি গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

করোনা আতঙ্কের মধ্যেই, উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গা-যমুনা নদীতে ভেসে বেড়াচ্ছে প্রচুর মৃতদেহ! বিহারে গঙ্গা নদীতে ভেসে উঠেছে নাম-পরিচয়হীন একাধিক মরদেহ। কমপক্ষে ৪৫ জনের মরদেহ ইতিমধ্যেই দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, সংখ্যাটা দেড়শরও বেশি। এমন ঘটনায় রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। করোনা আবহে মৃতের স্তূপ, গণচিতার সাক্ষী হয়েছে দেশ। এমন পরিস্থিতিতে অনেকেরই আশঙ্কা, যমুনায় ভাসতে থাকা মৃতদেহগুলি করোনা আক্রান্তদের হতে পারে। আর তেমনটা হলে মুহূর্তে ছড়িয়ে পড়বে সংক্রমণ।

দেশের একাধিক রাজ্যের মতো উত্তরপ্রদেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে কোভিডে মৃতদের দেহ সৎকারের জায়গার অভাব দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। তাই যমুনায় ভাসতে থাকা দেহগুলি করোনা আক্রান্তদের হওয়াটা অস্বাভাবিক নয়।