‘বিজেমূলদের হোলি চলছে বাংলার ক্রাশের সাথে’, কটাক্ষ শ্রীলেখার

কলকাতা: ‘বিজেমূলদের হোলি চলছে বাংলার ক্রাশের সাথে; ভালোই চালিয়ে যান আপনারা’, চরম কটাক্ষ অভিনেত্রী শ্রীলেখার। রবিবার গঙ্গাবক্ষে মদন মিত্রের সঙ্গে রং খেলেছেন শ্রাবন্তী, পায়েল। ছিলেন দেবাংশুও। এই ঘটনায় বিজেপি, তৃণমূল হিসেবে যৌথভাবে দোল উৎসবে শামিল হওয়াকে মোটেই সহজভাবে দেখছেন না বামেরা। তারই প্রতিফলন মিলল অভিনেত্রী শ্রীলেখার মন্তব্যে। দোলের দিন বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

রবিবার দোল উৎসব উপলক্ষে মাঝ গঙ্গায় তৃণমূল প্রার্থী মদন মিত্র, নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে রঙ খেলায় মেতে ছিলেন একাধিক বিজেপি তারকা প্রার্থীরা। পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী সহ অনেকেই মদন মিত্রের গানের তালে নাচ করছিলেন। তারপরই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। বিজেপি ও তৃণমূলের একত্রিত হওয়া অনেকেই ভালো চোখে দেখছেন না। তা নিয়েই মন্তব্য করে ছবি শেয়ার করেন অভিনেত্রী।

About The Author

Exit mobile version