দু-একদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি

কলকাতা: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছে ইলেকশন কমিশন। রাজ্যের শাসকদলের তরফেও সোমবার থেকেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দলটিও। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ অথবা ৫ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে দল। দিল্লিতে নাড্ডার শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। আগামী দু-একদিনের মধ্যেই পদপ্রার্থীদের প্রথম দফার তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। রাজ্যের ২৯৪টি আসনের তালিকা ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে বিজেপি সূত্রে খবর। সোমবারই এনিয়ে কলকাতার একটি ফাইভ স্টার হোটেল বৈঠক করে রাজ্য বিজেপি নেতৃত্ব। যদিও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন না বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

About The Author

Exit mobile version