পুকুরপাড় থেকে দেহ উদ্ধার! শৌচকর্ম সারতে গিয়ে …

বেলাকোবা: পুকুর পাড় থেকে এক ব‍্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বেলাকোবায়। সকালে স্থানীয় যমপুকুরে শৌচকর্ম সারতে গিয়ে এই কাণ্ড ঘটে বলে জানালেন স্থানীয়রা। মৃতের নাম মানিক দাস। বেলাকোবার স্টেশন কলোনির বাসিন্দা।

শনিবার সকালে বেলাকোবা বাজারের পেছনে যম পুকুরে শৌচকর্ম সারতে গিয়েছিলেন মানিক। এরপরই ঘন্টা দুয়েক পর পুকুর পাড়ের বাশঁ ঝাড় থেকে তার পড়ে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি অসুস্থ ছিলেন। তবে ঠিক কি ঘটনা টা তদন্ত করে দেখবে বেলাকোবা ফাড়ির পুলিশ।


About The Author

Exit mobile version